বহুল প্রতিক্ষিত রামেবি স্থাপন প্রকল্প একনেকে অনুমোদন

অবশেষে অনুমোদন হলো বহুল প্রতিক্ষিত রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্প। মঙ্গলবার (১৪ জুন) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন হয়। প্রায় ১ হাজার ৮৬৭ কোট টাকা ব্যায়ে রাজশাহীস্থ বড়বনগ্রাম বারপাড়া ও বাজে সিলিন্দা মৌজার প্রায় ৬৮ একর জায়গার উপর নির্মিত হবে দেশের প্রথম পরিকল্পিত এ মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালটি বাস্তবায়িত হলে ১০ টি অনুষদের অধীনে ৬৮ টি বিভাগের মাধ্যমে প্রতিবছর ৭৮০ জন গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যজুয়েট পর্যায়ের শিক্ষার্থী শিক্ষা ও গবেষনার সুযোগ পাবেন। এছাড়া এটি প্রতিষ্ঠিত হলে ডাক্তার ও নার্সসহ বিভিন্ন পেশার প্রায় ৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে। এর দ্বারা উত্তর অঞ্চলের প্রায় ২ কোটি মানুষ উন্নত চিকিৎসার আওতায় আসবে। এছাড়া চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বহির্গমনের ফলে প্রতিবছর ব্যায়িতব্য প্রায় ৫০০ কোটি টাকার বৈদেশিক মূদ্রার সাশ্রয় এবং এ নগরীর অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
এ বিষয়ে রামেবি উপাচার্যের একান্ত সচিব ইসমাঈল হোসেন বলেন, শীঘ্রই শুরু হবে প্রতিষ্ঠানটির জমি অধিগ্রহণ ও অবকাঠামো নির্মাণ প্রক্রিয়া। প্রাথমিক পর্যায়ে একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, ১২০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, মসজিদ, স্কুল, ডে-কেয়ার সেন্টার, কেন্দ্রীয় লাইব্রেরি, ভিসি বাসভবন, ডরমেটরি, মেডিকেল গ্যাস প্ল্যান্টসহ মোট ২১ টি গুরুত্বপূর্ণ কাজ হবে।
আরপি/আআ
বিষয়: রামেবি স্থাপন একনেক অনুমোদন
আপনার মূল্যবান মতামত দিন: