রাজশাহী কলেজে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

‘প্রকৃতি ঐক্যতানে টেকসই জীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী কলেজে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে।
রোববার (৫ জুন) দিবস উপলক্ষে কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের আয়োজনে একটি র্যালি বের করা হয়। র্যালিটি কলেজের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভূগোল ও পরিবেশ বিভাগে এসে বৃক্ষরোপণ করা হয়।
পরে ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহা. কামরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর মোহা. ওলিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ ও ভূগোল বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর সাদেকুল আলম।
আরপি/এসআর-১১
আপনার মূল্যবান মতামত দিন: