রাজশাহী শুক্রবার, ৬ই ডিসেম্বর ২০২৪, ২৩শে অগ্রহায়ণ ১৪৩১


বদরুন্নেসা মহিলা কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ


প্রকাশিত:
৪ জুন ২০২২ ১০:১১

আপডেট:
৬ ডিসেম্বর ২০২৪ ০৯:৪৮

ফাইল ছবি

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সমর্থিতদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। কমিটি পাওয়ার ২১ দিনের মাথায় সংঘর্ষে জড়ালো কলেজটির এই দুই শীর্ষ নেত্রী।

শুক্রবার (৩ জুন) রাতে এই সংঘর্ষ শুরু হয়। তবে প্রাথমিকভাবে সংঘর্ষের কারণ জানা যায়নি।

সভাপতি সোনালী আক্তার শেলী ছাড়াও হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

এর আগে গত ১৩ মে রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে সোনালী আক্তার শেলী এবং সাধারণ সম্পাদক হিসেবে হাবীবা আক্তার সাইমুনকে নির্বাচিত করা হয়।

একই দিনে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের কমিটিও ঘোষণা করা হলে ছাত্রলীগের নেত্রীদের মধ্যে পদ পাওয়া, না পাওয়া নিয়ে সংঘর্ষ হয়। তবে সে সময় কমিটি বা নেতৃত্ব নিয়ে কোনো ঝামেলা দেখা যায়নি বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ছাত্রলীগের মধ্যে। 

 

 

আরপি/এসআর-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top