রাজশাহী শনিবার, ৪ঠা মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


আম পাড়তে গিয়ে কোমর ভাঙল রাবি শিক্ষার্থীর


প্রকাশিত:
৪ জুন ২০২২ ০১:০৮

আপডেট:
৪ মে ২০২৪ ১৮:৫১

ছবি: সংগৃহীত

ক্যাম্পাসের গাছ থেকে আম পাড়তে গিয়ে গুরুতর আহত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী।

শুক্রবার (৩ জুন) ভোর পৌনে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের সামনে আম গাছ থেকে পড়ে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম সুভাষ চন্দ্র। তিনি বিশ্ববিদ্যালয় ইলেকট্রনিক্স ইলেক্ট্রিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের ছাত্র।

ক্যাম্পাস সূত্র জানায়, আম পাড়তে উঠে পা পিছলে গাছ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। এতে কোমর ভেঙে যায় তার। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের ৩১ নম্বর ওয়ারর্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, আমি এ বিষয়টি সম্পর্কে মাত্র অবগত হলাম। এখনই খোঁজ নিচ্ছি। প্রশাসনের পক্ষ থেকে যতটুকু করা যায় আমরা করার চেষ্টা করবো।

 

আরপি/এসআর-০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top