রাজশাহী রবিবার, ৮ই সেপ্টেম্বর ২০২৪, ২৫শে ভাদ্র ১৪৩১


রাজশাহী কলেজ এথিকস ক্লাবের ভালোবাসা দিবস ও মাতৃভাষা দিবসের প্রতিযাগীতার পুরস্কার বিতরণ


প্রকাশিত:
২৯ মে ২০২২ ১০:৪৬

আপডেট:
৮ সেপ্টেম্বর ২০২৪ ০৬:৫৭

ছবি: পুরস্কার বিতরণ

১৪ ফেব্রুয়ারি ‘বিশ্ব ভালোবাসা দিবস’ ও ২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে রাজশাহী কলেজের এথিকস ক্লাব আয়োজিত ভার্চুয়ালি আয়োজিত প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (২৮ মে) বেলা ১১ টার দিকে কলেজের কলা ভবনের ১০১ নম্বর কক্ষে বিজয়ীদের মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে রাজশাহী কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর রাজিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোহা. ওলিউর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মোহা. আব্দুল খালেক বলেন, দেশসেরা বিদ্যাপীঠ রাজশাহী কলেজের প্রত্যেকটি ক্লাবের মতো এথিকস ক্লাবও বিভিন্নভাবে ভূমিকা রাখে। যা শিক্ষার্থীদের জীবনে অনেক কাজে আসে। এথিকস ক্লাবের সকল কার্যক্রমে রাজশাহী কলেজ পাশে ছিল। ভবিষ্যতেও সাথে থাকার আশ্বাস দেন অধ্যক্ষ।

এসময় এথিকস ক্লাবের সভাপতি আসাদুজ্জামান অনিক ক্লাবের পূর্বের সকল কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন এবং সকলকে ক্লাবের সকল কাজে এগিয়ে আসতে আহবান জানান। সঞ্চালনা করেন সহ-সভাপতি জান্নাতুল ফাওজিয়া ইমু।

অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন ও স্বরচিত কবিতা এ তিন ক্যাটাগরির প্রতিযোগীতার বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণী শেষে দর্শন বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top