রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


রাজশাহী কলেজে স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


প্রকাশিত:
২৭ মে ২০২২ ০৯:৩৫

আপডেট:
২৭ মে ২০২২ ০৯:৩৬

ছবি: সেমিনার

রাজশাহী কলেজে ‘স্বাস্থ্যকর পেশাগত জীবনের জন্য মাসিক স্বাস্থ্যবিধি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১০ টায় এই সেমিনার অনুষ্ঠিত হয়।

রাজশাহী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে শতাধিক নারী শিক্ষার্থী অংশ নেয়। এসময় তারা পেশাগত জীবনে মাসিক স্বাস্থ্যবিধি নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন ও আলোচকরা উত্তর দেন।

রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক ওলিউর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ জাকির আল ফারুকী। শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজশাহী কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ।

আলোচক হিসেবে ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. নওশীন শারমিন পূরবী, বাগমারা হেলথ কমপেক্সের মেডিকেল অফিসার ডা. ফারিহা জেবিন, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত জেরিন আন্নি।

 

 

আরপি/এসআর-১০



আপনার মূল্যবান মতামত দিন:

Top