হল ছাড়ার নির্দেশ ঢাকা কলেজ ছাত্রদের
ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে আগামী ৫মে পর্যন্ত ঢাকা কলেজের সব হল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার বিকালের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হয়েছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এ. টি. এম. মইনুল হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে আজ থেকে ৫ মে (বৃহস্পতিবার) পর্যন্ত ঢাকা কলেজের হলসমূহ বন্ধ ঘোষণা করা হলো। এছাড়া বিজ্ঞপ্তিতে আজ বিকেলের মধ্যেই শিক্ষার্থীদের হল ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রেস্টুরেন্টে খেতে গিয়ে কথা কাটাকাটির জেরে গতকাল রাত ১২টার দিকে নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ হয়। গভীর রাত পর্যন্ত চলা সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।
রাত আড়াইটার দিকে সংঘর্ষ থামলেও মঙ্গলবার সকাল থেকে ফের উত্তপ্ত হয়ে ওঠে নিউমার্কেট এলাকা। আজ ফের দফায় দফায় সংঘর্ষে জড়ায় পক্ষ দুটি, যা এখনও অব্যাহত আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে সব হল বন্ধের সিদ্ধান্ত নেয় ঢাকা কলেজ কর্তৃপক্ষ।
আরপি/এসআর
আপনার মূল্যবান মতামত দিন: