জাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মহাসড়ক অবরোধ
                                জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৪তম আবর্তন ব্যাচের দুই শিক্ষার্থীকে সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে মারধরের ঘটনায় থানায় মামলা না নেয়ায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাবি শিক্ষার্থীরা।
রোববার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টায় মহাসড়কের আরিচা লেন বন্ধ করে দিয়ে কয়েক শতাধিক শিক্ষার্থী রাস্তায় নেমে আসে।
এর আগে, দুপুরে সাভার স্বাস্থ্য কমপ্লেক্স-এ করোনা ভ্যাক্সিন দেয়াকে কেন্দ্র করে স্বাস্থ্য কমপ্লেক্স-এ টিকাদান কাজে সহায়তাকারী স্বেচ্ছাসেবকরা জাবির দুই শিক্ষার্থীর উপর হামলা করে। গুরুতর আহত অবস্থায় শিক্ষার্থীরা থানায় মামলা করতে গেলে সাভার থানা পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায়। এরই জেরে সাধারণ ছাত্রদের মাঝে অসন্তোষ ছড়িয়ে পড়লে ইফতারের পর পর মহাসড়কে অবস্থান নেয় কয়েক শতাধিক শিক্ষার্থী।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেয়ার আশ্বাসে শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়েছেন এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে।
আরপি/এসআর-০২

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: