রাজশাহী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


রাবিতে পরিত্যাক্ত মর্টারশেল উদ্ধার


প্রকাশিত:
৯ এপ্রিল ২০২২ ১০:১৫

আপডেট:
২৪ এপ্রিল ২০২৪ ০৩:৩৫

ছবি: মর্টারশেল

রাজশাহীতে মুক্তিযুদ্ধের সময়ের একটি অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ এপ্রিল) সকাল ৮ টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কৃষি অনুষদ ভবনের পাশের একটি পুকুর থেকে পরিত্যাক্ত অবস্থায় এটি উদ্ধার করা হয়।

জানা যায়, শুক্রবার সকাল ৮টার দিকে স্থানীয় মারুফ নামের এক যুবক হাঁটতে বের হয়েছিলেন। এসময় তিনি রাবি কৃষি অনুষদের পুকুরে হাত-মুখ ধোয়ার জন্য নামেন।

পুকুরে ইট সদৃশ কিছু একটা দেখতে পেয়ে উপরে তোলেন তিনি। পরে এটি মর্টার শেল বুঝতে পেরে পলিথিনে প্যাচিয়ে কৃষি অনুষদের ফ্লাইওভার সংলগ্ন পুলিশ বক্সের কাছে রেখে যান ওই যুবক।

পরে দুপুর দেড়টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তিন সদস্য বিশিষ্ট একটি এক্সপার্ট টিম মর্টারশেলটিকে নিষ্ক্রিয় করে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরান হোসেন।

 

 

আরপি/এসআর-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top