রাজশাহী রবিবার, ১৭ই আগস্ট ২০২৫, ৩রা ভাদ্র ১৪৩২


রাজশাহী কলেজে স্কাউটস দিবস পালিত


প্রকাশিত:
৯ এপ্রিল ২০২২ ১০:১০

আপডেট:
১৭ আগস্ট ২০২৫ ০৭:০২

ছবি: আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী কলেজে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় কলেজ মিলনায়তনে দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ অধ্যক্ষ ও রাজশাহী জেলা রোভারের সহ-সভাপতি প্রফেসর মোহা. আব্দুল খালেক।

রাজশাহী কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও জেলা রোভার কমিশনার প্রফেসর ড. ইলিয়াছ উদ্দিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহা. ওলিউর রহমান, রাজশাহী কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক অলক চক্রবর্তী, বিভাগীয় রোভার লিডার নেতা ড. জহুরুল ইসলাম, রাজশাহী কলেজ রোভারের আর.এস.এল. ও জেলা রোভারের কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম আনসারী, রাজশাহী কলেজ রোভারের আর.এস.এল. ও জেলা রোভারের সহকারী কমিশনার হাসনা আরা বেগম, এল.টি প্রফেসর আবু তালেব সরকার প্রমূখ।

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top