রাজশাহী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১


রাজশাহী কলেজ সাইন্স ফেস্টের উদ্বোধন


প্রকাশিত:
২৫ মার্চ ২০২২ ০৯:৩০

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ১৯:৩৩

ছবি: উদ্বোধন

রাজশাহী নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৬ শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে ৫ম রাজশাহী কলেজ সায়েন্স ফেস্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় রাজশাহী কলেজ মাঠে ২ দিন ব্যাপী এ ফেস্টের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক।

এসময় তিনি বলেন, বিজ্ঞান আমাদের জীবনের সঙ্গে অতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। বিজ্ঞানকে উপেক্ষা করার কোন সুযোগ নেই। বিশ্বায়নের যুগে টিকে থাকতে হলে বিজ্ঞানের যথাযথ গুরুত্ব আমাদের অনুধাবন করতে হবে। 

অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহা. ওলিউর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজশাহী কলেজ সায়েন্স ক্লাবের আয়োজনে ফেস্টে গণিত, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞানসহ ৮টি বিষয়ে অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে। শুক্রবার কলেজ অডিটোরিয়ামে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশবরেণ্য শিক্ষাবিদ, বুয়েটের সাবেক অধ্যাপক প্রফেসর মোহাম্মদ কায়কোবাদ।

 

 

আরপি/এসআর-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top