বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিশুদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা

বিশ্ব শিশু দিবস উপলক্ষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় আমেরিকান কর্নারে শিশুদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৷ আজ বুধবার বিকালে আমেরিকান কর্নার 'ছোট্ট স্বপ্ন' স্কুলের বাচ্চাদের নিয়ে অনুষ্ঠানটির আয়োজন করে।
সভায় উপস্থিত ছিলেন, আমেরিকান কর্নার রাজশাহীর কো-অর্ডিনেটর আতিয়া সানজিদা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মো. আব্দুল আউয়াল, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সহকারি অধ্যাপক ড.সুলতানা রাজিয়া।
অনুষ্ঠানে শিশুদের চলচ্চিত্র প্রদর্শনী, শিশুদের গান ও স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে আলোচনা করা হয় ৷ অনুষ্ঠানের শেষের দিকে শিশুদের মাঝে খাবার ও উপহার তুলে দেওয়া হয় ৷
আরপি/আআ
আপনার মূল্যবান মতামত দিন: