রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


মহান শহীদ দিবসে আরসিআরইউ’র শ্রদ্ধা


প্রকাশিত:
২৩ ফেব্রুয়ারি ২০২২ ০৭:৫১

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ০০:৪৩

ছবি: পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ)। সোমবার নানা আয়োজনে দিবসটি পালন করে সংগঠনটি। 

এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৯টায় আরসিআরইউ কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি কলেজের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুসলিম হোস্টেলে অবস্থিত ভাষা শহীদদের স্মরণে নির্মিত দেশের প্রথম শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

এসময় ইউনিটির প্রধান উপদেষ্টা ও অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক, উপাধ্যক্ষ প্রফেসর মোহা. ওলিউর রহমান, প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান, আরসিআরইউ উপদেষ্টা ও বাংলা বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়াও ইউনিটির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, অর্থ সম্পাদক মাহাবুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল হাকিম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সেহের আলী দুর্জয়, নির্বাহী সদস্য আবু সাঈদ রনি, সদস্য বদরুদ্দোজা, সহযোগী হযরত আলী প্রমূখ উপস্থিত ছিলেন। 

 

 

 

আরপি/এসআর-১০



আপনার মূল্যবান মতামত দিন:

Top