রাজশাহী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


রাজশাহী কলেজ প্রেজেন্টেশন ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


প্রকাশিত:
২০ নভেম্বর ২০১৯ ০৩:৩৪

আপডেট:
২০ নভেম্বর ২০১৯ ০৩:৩৬

আরসিপিসির দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে উদযাপন করছেন ক্লাবের সদস্যরা

রাজশাহী কলেজ প্রেজেন্টেশন ক্লাবের (আরসিপিসি) দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় রাজশাহী কলেজ মিলনায়তনে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন আরসিপির সদস্যরা।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক কলেজ অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোহা: আব্দুল খালেক। এছাড়াও ক্লাবের উপদেষ্টামণ্ডলী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ বলেন, প্রেজেন্টেশন ক্লাবের সদস্যরা পেশাদার বক্তারমতো কথা বলতে পারে। আমরা কলেজের এ উপস্থাপনা বিভাগকে উন্নত করতে চাই। প্রেজেন্টেশন ক্লাবের সদস্যরা যেমন ইংরেজীতে এগিয়ে তেমনি ভাষাজ্ঞান, উপস্থাপনা, পড়াশুনা সবকিছুতে এগিয়ে।

তিনি আশ্বাস দিয়ে বলেন, আগামীতে এই ক্লাবের যেকোন সমস্যা সমাধানে আমি সাহায্য করব।

আরসিপির প্রতিষ্ঠাতা সভাপতি হাসান আলীসহ উপস্থিত ছিলেন বর্তমান সভাপতি মশিউর রহমান মনি এবং সাধারণ সম্পাদক সুইটি খানমসহ বর্তমান ও সাবেক সদস্যরা।

উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক হাসনা আরা বেগম, ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক মো.নৈারজুর রহমানসহ অন্যান্য উপদেষ্টামণ্ডলী উপস্থিত ছিলেন।

 

আরপি/ এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top