রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


বঙ্গবন্ধুর সমাধিতে রাজশাহী কলেজ প্রশাসনের শ্রদ্ধা নিবেদন


প্রকাশিত:
৩০ ডিসেম্বর ২০২১ ০৭:৪৪

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৭:৪২

বঙ্গবন্ধুর সমাধিতে রাজশাহী কলেজ প্রশাসনের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহী কলেজ প্রশাসন। বুধবার বেলা সাড়ে ১০ টার দিকে কলেজ প্রশাসনের উদ্যোগে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহিদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেকের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনে কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোহা. ওলিউর রহমান, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক আনিসুজ্জামান মানিক, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মিজানুল ইসলাম, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আব্দুস সালাম, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এন্তাজ আলী ও পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক বারিক মৃধা উপস্থিত ছিলেন।

 

আরপি/ এমএএইচ-০৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top