রাজশাহী কলেজে শুদ্ধাচার ও নৈতিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহী কলেজে কর্মরত শিক্ষকদের নিয়ে শুদ্ধাচার ও নৈতিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় রাজশাহী কলেজ অডিটোরিয়ামে দিনব্যাপী এই কর্মশালা শুরু হয়।
রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহা. ওলিউর রহমান।
কর্মশালায় পেশাগত দক্ষতা, নৈতিকতা ও শুদ্ধাচার বিষয়ে আলোচনা করেন মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মাছুদুল হক সিদ্দিকী ও ক্রয় সংক্রান্ত নীতিমালার শুদ্ধাচার বিষয়ে আলোচনা করেন ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. ইলিয়াস উদ্দিন।
এছাড়াও প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন ড. আবু সাঈদ মো. নুরুল ইসলাম, রোজিনা আফরোজ, যুবাইদা সুলতানা ও কাজী রাশেদ করিম। মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. নিতাই কুমার সাহার সঞ্চালনায় ৬টি গ্রুপে কর্মশালায় কলেজের ৪২ জন শিক্ষক অংশগ্রহণ করেছেন।
আরপি/এসআর-০৭
বিষয়: রাজশাহী কলেজ শুদ্ধাচার
আপনার মূল্যবান মতামত দিন: