রাজশাহী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


ক্যাম্পাস পরিদর্শনে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্ট চেয়ারম্যান


প্রকাশিত:
১৩ ডিসেম্বর ২০২১ ০৯:২৩

আপডেট:
৩ মে ২০২৪ ০৩:৪৫

ছবি: প্রতিনিধি

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয় ট্রাস্টের চেয়ারম্যান হাফিজুর রহমান খান। রোববার(১২ ডিসেম্বর) বিকাল ৪টায়  রাজশাহী নগরীর খড়খড়ি বাইপাস এলাকায় নির্মাণাধীন এই ক্যাম্পাস পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে তিনি বিশ্ববিদ্যালয়ের মহাপরিকল্পনা অনুযায়ী সার্বিক কার্যক্রম ও নির্মাণ অবস্থার অগ্রগতি নিয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেন এবং দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন-বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টের মহাসচিব একেএম কামরুজ্জামান খান, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আশিক মোসাদ্দিক, নির্বাহী পরিচালক মো. শামীম আহসান পারভেজ ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস নির্মাণের প্রজেক্ট ডিরেক্টর একেএম এবাদত হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, একটি আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নির্মাণের মহাপরিকল্পনার আলোকে রাজশাহী জেলার পবায় খড়খড়ি বাইপাস এলাকায় প্রায় ৪০ বিঘা জায়গাজুড়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ এগিয়ে চলছে।

আরপি/ এমএএইচ-১০



আপনার মূল্যবান মতামত দিন:

Top