বাংলাদেশ ছাত্রলীগ
বরেন্দ্র বিশ্ব বিদ্যালয় ছাত্রলীগ ভারপ্রাপ্ত সম্পাদক অন্তুকে স্থায়ী বহিষ্কার
রাজশাহীর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শাখা ছাত্রলীগের অন্তর্ভূক্ত বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম ইউনুস হাসান অন্তুকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী মহানগরের সভাপতি রকি কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব এর যৌথ সম্মতিক্রমে সংগঠনের নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার কারণে রাজশাহীর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শাখা ছাত্রলীগের অন্তর্ভুক্ত বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ইউনুস হাসান অন্তুকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।
আরপি/ এআর’
আপনার মূল্যবান মতামত দিন: