পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্তের আহ্বান ছাত্রলীগের
হল কমিটিতে পদপ্রত্যাশীদের কাছে জীবনবৃত্তান্ত চেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। শনিবার (২৭ নভেম্বর) ছাত্রলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন হল সম্মেলন উৎসবমুখর, নান্দনিক ও সুপরিকল্পিত করতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের আনন্দমুখর পরিবেশে জীবনবৃত্তান্ত জমাদানের মাধ্যমে আগামীর নেতৃত্বকে শহীদের রক্তস্নাত, সত্য-সুন্দর-ন্যায়ের প্রতি দায়বদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা ও বাংলাদেশের সাহসী অভিযাত্রার অবিকল্প সারথি বঙ্গবন্ধুতনয়া দেশরত্ন শেখ হাসিনার রূপকল্প উপযোগী হয়ে গড়ে ওঠার আহ্বান জানানো হচ্ছে।
২৮ নভেম্বর থেকে ২ ডিসেম্বরের মধ্যে মধুর ক্যান্টিনে উপস্থিত হয়ে প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দপ্তর সেলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছে জীবন বৃত্তান্ত জমা দেওয়ার কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে। যাচাই-বাছাই করা হবে ৩ ও ৪ ডিসেম্বর।
আরপি/ এমএএইচ-১৮
আপনার মূল্যবান মতামত দিন: