রাজশাহী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


ট্রেনে কাটা পড়ে রাজশাহী কলেজ শিক্ষার্থীর মৃত্যু


প্রকাশিত:
২০ নভেম্বর ২০২১ ০৬:৪৮

আপডেট:
৩ মে ২০২৪ ০৪:৫৪

ছবি: সংগৃহীত

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে রাজশাহী কলেজ পড়ুয়া আসাদুল ইসলাম (২৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ৩ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সংলগ্ন রেললাইনে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আসাদুল।

আসাদুল রাজশাহী নগরীর মুশরইল বাচ্চুর মোড় এলাকার মুকুলের ছেলে। তিনি রাজশাহী কলেজে ব্যবস্থাপনা বিভাগের ৩য় বর্ষে অধ্যয়নরত ছিলেন।

রাজশাহী রেলওয়ে থানা পুলিশের পরিদর্শক আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার আনুমানিক সোয়া ৩টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পার্শ্ববর্তী রেললাইনে এ দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত আসাদুলের মামা মাইনুল ইসলাম বলেন, আসাদুল রাজশাহী কলেজে পড়াশোনার পাশাপাশি ৩দিন আগে ফুডপান্ডায় খাবার ডেলিভারির শুরু কাজ করেছে। এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা সে বিষয়ে কোনো মন্তব্য করতে চান নি তিনি।

আসাদুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক। শোক জানিয়ে আসাদুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। এসময় শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান অধ্যক্ষ।

 

 

আরপি/এসআর-১৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top