রাজশাহী সোমবার, ৯ই ডিসেম্বর ২০২৪, ২৫শে অগ্রহায়ণ ১৪৩১


রাজশাহী কলেজে শারীরিক ও মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক কর্মশালা শুরু


প্রকাশিত:
১৯ নভেম্বর ২০২১ ০৭:১৩

আপডেট:
৯ ডিসেম্বর ২০২৪ ০১:১৮

ছবি: সংগৃহীত

রাজশাহী কলেজে Enhancing Awareness of Health and Well Being among Students of Rajshahi College প্রকল্পের অধীনে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক কর্মশালা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেকের তত্ত্বাবধানে ৭ দিনব্যাপী এ কর্মশালা শুরু হয়।

কর্মশালায় শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য ও আত্মঅনুভূতি বিষয়ে পৃথকভাবে বক্তব্য রাখেন রাজশাহী মেডিকেল কলেজের ডা. শাকিল আহমেদ, রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মাছুদুল হক সিদ্দিকী ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক সুশান্ত রায় চৌধুরী।

ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক সুশান্ত রায় চৌধুরীর ব্যবস্থাপনায় কলেজের উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ৭টি গ্রপের এ কর্মশালা ৭ দিনে অনুষ্ঠিত হবে। এর আগে গত ১৬ নভেম্বর জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান এ প্রকল্প কার্যক্রমের উদ্বোধন করেন।

 

আরপি/ এমএএইচ-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top