রাজশাহী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


রাজশাহী বোর্ডে দ্বিতীয় দিনে অনুপস্থিত ১৭৬৭ শিক্ষার্থী


প্রকাশিত:
১৬ নভেম্বর ২০২১ ০৫:৪৯

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ১১:১৯

ছবি: সংগৃহীত

রাজশাহী শিক্ষাবোর্ডে এবারের এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত রয়েছে ১ হাজার ৭৬৭ জন শিক্ষার্থী। এইদিন বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

তবে পরীক্ষায় শৃঙ্খলাবহির্ভূত কোনো কর্মকাণ্ড নেই। ঘটেনি কোনো অপ্রীতিকর ঘটনাও। প্রথম দিনের মতোই স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশ নেয় পরীক্ষার্থীরা।

সোমবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ২৬৮টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন মোট ১ লাখ ৪ হাজার ২১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষায় বসেছে ১ লাখ ২ হাজার ২৫৪ জন।

এইদিন পরীক্ষায় অংশ নেয়নি ১ হাজার ৭৬৭ জন। অনুপস্থিতির হার ১ দশমিক ৭২ শতাংশ। রোববার প্রথম দিনে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) পরীক্ষায় অনুপস্থিতির হার ছিল দশমিক ৫৮ শতাংশ।

দ্বিতীয় দিন সব চেয়ে বেশিসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিল রাজশাহীতে ৩১১ জন। জেলার ২ কেন্দ্রে পরীক্ষা হচ্ছে এবার।

এ ছাড়া সিরাজগঞ্জের ৪৬ কেন্দ্রে ৩০২, নওগাঁর ৩৯ কেন্দ্রে ২৬৭, পাবনার ৩১ কেন্দ্রে ২৬৪, বগুড়ার ৪১ কেন্দ্রে ২৫২, নাটোরের ২৬ কেন্দ্রে ১৯০, চাঁপাইনবাবগঞ্জের ১৬ কেন্দ্রে ১২৯ এবং জয়পুরহাটের ১৭ কেন্দ্রে ৫০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

এবারের পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী রয়েছে ১ লাখ ৮৭ হাজার ৫৪৫ জন। এ ছাড়া ১৯ হাজার ৭৬১ জন অনিয়মিত এবং ২৬২ জন মানোন্নয়ন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। তবে পরীক্ষার আগেই ঝরে পড়ল রাজশাহী বিভাগের ১১ দমমিক ৬২ শতাংশ শিক্ষার্থী।

পরীক্ষা নিয়ন্ত্রকের দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডের আওতায় সব মিলিয়ে পরীক্ষায় বসছে ২ লাখ ৭ হাজার ৫৬৮ জন পরীক্ষার্থী।

এর মধ্যে ১ লাখ ৮ হাজার ৯১৬ জন ছাত্র এবং ৯৮ হাজার ৬৫২ জন ছাত্রী। বিভাগের আট জেলার ২৬৮ কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

আরপি/ এমএএইচ-০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top