রাজশাহী রবিবার, ৮ই ডিসেম্বর ২০২৪, ২৪শে অগ্রহায়ণ ১৪৩১


বশেমুরবিপ্রবিতে ভর্তির ৮ ইউনিটের ফল প্রকাশ


প্রকাশিত:
১৪ নভেম্বর ২০১৯ ২৩:৫৯

আপডেট:
১৫ নভেম্বর ২০১৯ ০০:০০

ফাইল ছবি

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ৮টি ইউনিটের ভর্তির ফল প্রকাশিত হয়েছে। এ, বি, সি, ডি, ই, এফ, জি এবং এইচ ইউনিটের ফলাফল প্রকাশ করা  হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে ফলাফল প্রকাশ করা হয়। তবে ৯টি ইউনিটের মধ্যে ‘আই’ ইউনিটের ফলাফল এখনো প্রকাশ করা হয়নি।

মেধা তালিকায় শিক্ষার্থীদের ভর্তির তারিখ ১০ থেকে ১১ ডিসেম্বর ২০১৯। ভর্তি ও ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট  (www.bsmrstu.edu.bd)- তে জানা যাবে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ বছর ভর্তি পরীক্ষায় মোট এক লাখ ৩১ হাজার ১১২ জন শিক্ষার্থী আবেদন করেন। নয়টি ইউনিটের অধীনে ৩৪ বিভাগে সর্বমোট দুই হাজার ৭৪৫ জন (কোটাবাদে) শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। এ বছর ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে প্রায় ৪৮ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top