রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


রাবির রহমতুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ অধ্যাপক হাসনা হেনা


প্রকাশিত:
২৬ অক্টোবর ২০২১ ১৮:১০

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ২৩:০৪

ছবি: দায়িত্ব গ্রহণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রহমতুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক হাসনা হেনা। সোমবার (২৫ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

রেজিস্ট্রার স্বাক্ষরিত ওই অফিস আদেশে বলা হয়, অধ্যাপক হাসনা হেনা-কে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মে ২০২১ সালের ২৫ অক্টোবর থেকে আগামী তিন বছরের জন্য হল প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ দায়িত্ব পালনকালে তিনি ভাড়ামুক্ত বাসা ও অন্যান্য সুবিধাসহ প্রতিমাসে ছয় হাজার টাকা সম্মানি পাবেন।

এদিকে নিয়োগ পাওয়ার পররপই সোমবার বিকালে হলের সাবেক প্রাধ্যক্ষ অধ্যাপক রোকসানা বেগম’র নিকট থেকে দায়িত্ব বুঝে নেন। এসময় হলের আবাসিক শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।

 

 

আরপি/এসআর-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top