রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


রাবিতে ঢাবির ঘ ইউনিটের পরীক্ষায় অনুপস্থিত ৩১ শতাংশ


প্রকাশিত:
২৪ অক্টোবর ২০২১ ০৫:৫৩

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৬:০১

ছবি: রাজশাহী পোস্ট

শান্তিপূর্ণভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এই পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। শনিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উপস্থিতির হার ৬৮ দশমিক ৫৪ শতাংশ।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাবির ‘ঘ’ ইউনিটে পরীক্ষার্থী ছিলেন ১২ হাজার ৬ জন। এর মধ্যে উপস্থিত ছিলেন ৮ হাজার ২০৬ জন। ৩ হাজার ৮০০ জন পরীক্ষা দিতে আসেননি। এই হিসাবে উপস্থিতির হার ৬৮ দশমিক ৫৪ শতাংশ ও অনুপস্থিতির হার ৩১ দশমিক ৪৬ শতাংশ।

 

 

আরপি/এসআর-১১



আপনার মূল্যবান মতামত দিন:

Top