রাজশাহী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


ঢাবির ‘চ’ ইউনিটে ভর্তি পরীক্ষা আজ


প্রকাশিত:
৯ অক্টোবর ২০২১ ১৭:০৮

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ০৮:২৯

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের প্রথম বর্ষ বিএফএ (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আজ শনিবার। দেশের আটটি বিভাগীয় শহরের বিভিন্ন কেন্দ্রে বেলা ১১টা থেকে এ ভর্তি পরীক্ষা শুরু হবে, চলবে সাড়ে ১২টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইউনিটের মত ‘চ’ ইউনিটেও ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। মূল পরীক্ষায় (বহুনির্বাচনী ও লিখিত) ১০০ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ওপর ১০ করে মোট ২০ নম্বর থাকবে।

‘চ’ ইউনিটের ৪০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার জন্য ৩০ মিনিট আর ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় বরাদ্দ থাকবে।

‘চ’ ইউনিটে মোট আসন ১৩৫টি। এর বিপরীতে আবেদন জমা পড়েছে ১৫ হাজার ৪৯৬টি। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে এ ইউনিটে লড়বেন ১১৫ জন। অর্থাৎ এ বছর সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে ‘চ’ ইউনিটে।

আরপি/ এমএএইচ-০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top