সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারী ইউনিয়নের মতবিনিময় সভা

রাজশাহী বিভাগীয় সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারী ইউনিয়নের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নিউ গভ. ডিগ্রী কলেজে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১০ থেকে ৩০ বছর ধরে সরকারি কলেজে চাকুরী করে আজও ৫ থেকে ৯ হাজার টাকা বেতনে চাকুরী করে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে।
রাজশাহী বিভাগসহ সারাদেশের বিভিন্ন সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীরাই ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী হিসেবে নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করছে।
দ্রব্য মূল্যের অসহনীয় বাজার দরে পরিবারসহ জীবন যাপন করা অসম্ভব হয়ে দাড়িয়েছে বলেও মন্তব্য করেন তারা।
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, সারা বাংলাদেশকে যেভাবে প্রধানমন্ত্রী উন্নতির দিকে নিয়ে গেছেন সেভাবে আমাদের জীবনেরও যেন উন্নতি ঘটান।
একইসাথে বেসরকারি কর্মচারীর অভিশাপ থেকে মুক্তি দিয়ে সরকারিকরণ করারও দাবি জানান। এসময় বিভাগের ৮ জেলা থেকে আগত জেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরপি/ এমএএইচ
আপনার মূল্যবান মতামত দিন: