রাজশাহী সোমবার, ৯ই সেপ্টেম্বর ২০২৪, ২৫শে ভাদ্র ১৪৩১


বিএনসিসি মহাস্থান রেজিমেন্টে ব্যাটালিয়ান ক্যাম্পেইনে আরসি ইউনিটের সর্বোচ্চ অর্জন


প্রকাশিত:
১ অক্টোবর ২০২১ ০৩:৫৭

আপডেট:
৯ সেপ্টেম্বর ২০২৪ ০৪:১৫

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) মহাস্থান রেজিমেন্ট এর ৩১ বিএনসিসি ব্যাটালিয়ন ক্যাম্পিং এ ১২ টির মধ্যে ১১ টি পারফরমেন্স সম্মাননা পেলো রাজশাহী কলেজ ইউনিট।

বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ক্যাম্পেইনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার।

বিশেষ অতিথি ছিলেন, বিএনসিসি এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান, বিএসসি, এনডিসি, পিএসসি।

আরও উপস্থিত ছিলেন, মহাস্থান রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার (ভারপ্রাপ্ত) মেজর শেখ শাহরিয়ার মোহাম্মদ শাকিল।

ক্যাম্পেইনে সর্বোচ্চ পদবী ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) হিসেবে অভিষেক হয়েছে রাজশাহী কলেজের দুইজন ক্যাডেট। এরা হলো- বি কোম্পানির শাহাদাত হোসেন ও ডি কোম্পানির ফাহিমাতুজ জোহরা।

প্রসঙ্গত, প্রশিক্ষণে রাজশাহী কলেজ ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজসহ রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রায় ১৭ টি প্রতিষ্ঠানের মোট ১৫৮ জন ক্যাডেট ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছিলো।

আরপি/এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top