রাবি ফটোগ্রাফিক ক্লাবের সভাপতি তামিম, সম্পাদক বৃন্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ফটোগ্রাফিক ক্লাবের (আরইউপিসি) ২০২১-২২ বছরের কর্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে তামিম ই মো. জিনিয়াসকে সভাপতি ও সায়েদ আছির হামিম বৃন্তকে সম্পাদক করা হয়েছে।
বুধবার (০১ সেপ্টেম্বর) দুপুরে অনলাইন জুমে অ্যাপে অনুষ্ঠিত মিটিং-এ এক বছর মেয়াদী এ কমিটির ঘোষণা করেন কো-ফাউন্ডার সাজ্জাদ হোসেন ও সালেহ রোকন।
১৩ সদস্য বিশিষ্ট এ কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ইমরুল কয়েস, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সম্পাদক দিল আফরোজ আশা, রিসার্স এবং কারিকুলাম সেক্রেটারি তারিক আহমেদ তাজ, মিডিয়া সম্পাদক মুক্ত সৃজন, পাবলিক রিলেশন সম্পাদক বন্ধন রায় ও আশফাক অনিক।
এছাড়াও উপদেষ্টা হিসেবে আছেন, নাঈম মাহমুদ, এস এম রাকিব ইমরান রিয়াদ, রাসেল শিকদার ও মিরাজুল ইসলাম।
আরপি/এসআর-১৬
বিষয়: রাবি রাবি ফটোগ্রাফিক ক্লাব
আপনার মূল্যবান মতামত দিন: