বঙ্গবন্ধুর সমাধিতে রাবি উপাচার্যের শ্রদ্ধা নিবেদন
                                জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন এবং সেখানে দর্শনার্থী বইতে মন্তব্য লেখেন। পরে উপাচার্য বঙ্গবন্ধু কমপ্লেক্সে সরকারি বিশেষ গণগ্রন্থাগারও পরিদর্শন করেন।
এসময় তাঁর সাথে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
আরপি/এসআর-০৩

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: