রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


রাবিতে করোনা আক্রান্ত কর্মকর্তা-কর্মচারীদের প্রণোদনার দাবি


প্রকাশিত:
২৪ জুন ২০২১ ০১:০৩

আপডেট:
২৪ জুন ২০২১ ০১:০৪

ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) করোনায় আক্রান্ত ও মৃত্যুবরণকারী কর্মকর্তা-কর্মচারীদের পরিবারকে প্রণোদনা দেয়ার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তারা। বুধবার (২৩ জুন) উপাচার্যকে দেওয়া বিশ্ববিদ্যালয়ে কর্মরত ৪৮ জন কর্মকর্তা-কর্মচারী স্বাক্ষরিত এক আবেদন পত্রের মাধ্যমে এ দাবি করা হয়।

আবেদন পত্রে বলা হয়, বিভিন্ন প্রতিষ্ঠানের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিদ্যায়তনিক ও দাপ্তরিক কিছু কাজ চলমান রেখেছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ। এই মহামারির মধ্যেও মাননীয় প্রধানমন্ত্রী কাজের গতিশীলতা বজায় রাখার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের উৎসাহ প্রদানের জন্য এবং ঝুঁকি বিবেচনা করে বিশেষ প্রণোদনা চালু করেছেন।

রাবি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ রাষ্ট্রের কাজেই নিয়োজিত এবং নিজের জীবন ও পরিবারের নিরাপত্তা হুমকির মুখে রেখেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও দাপ্তরিক কাজকে গতিশীল রাখার চেষ্টা করে চলেছেন। এ অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সরকারী এবং স্বায়ত্বশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের মতো প্রণোদনার আওতাভুক্ত করার দাবি জানানো হচ্ছে এবং যারা ইতােমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ও মৃত্যুবরণ করেছেন তাদের প্রত্যেক পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদানের জন্য রাবি কর্মকর্তা ও কর্মচারীগণ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট জোর দাবি জানানো হচ্ছে।

 

 

আরপি/এসআর-১২



আপনার মূল্যবান মতামত দিন:

Top