রাজশাহী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


রাজ্জাক হত্যার প্রতিবাদে

আগামীকাল বুধবার সকাল ১০ টায় মানববন্ধনের কথা জানিয়েছেন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শাহানারা বেগম।


প্রকাশিত:
২৯ অক্টোবর ২০১৯ ২৩:৩১

আপডেট:
২৯ অক্টোবর ২০১৯ ২৩:৩৫

ছবি: সংগৃহীত

রাজশাহী কলেজ উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুর রাজ্জাকের মর্মান্তিক মৃত্যুতে কলেজের উদ্ভিদবিজ্ঞান পরিবার শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। সেইসাথে আগামীকাল বুধবার সকাল ১০ টায় মানববন্ধনের কথা জানিয়েছেন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শাহানারা বেগম।

মজ্ঞলবার সকাল সাড়ে ১০টার দিকে উদ্ভিদবিজ্ঞান বিভাগের ১০২ নম্বর কক্ষে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় নিহত রাজ্জাকের ভাই রিপন এবং বাবা আব্দুল সালাম উপস্থিত ছিলেন।

শোকসভায় স্মৃতিচারণে নিহতের বড়ভাই রিপন বলেন, আমার ভাই কারো সাথে কোনদিন গন্ডগোল করেনি। খুবই নিরীহ প্রকৃতির ছেলে ছিল। কাউকে একটা কটু কথা বলেনা। নিয়মিত নামাজ পড়ত। সেই ছেলেকে সামান্য বিষয় নিয়ে  পিটিয়ে মেরে ফেলা হয়েছে। বাঁশ দিয়ে মাথায় আঘাত করার কারণেই মারা গেছে আমার ভাই।

বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শাহানারা বেগম বলেন, আমরা ঘটনায় খুবই মর্মাহত। কতটা অমানবিক হলে একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলতে পারে। আমরা আজকে দোয়া মাহফিল করছি কাল আপনার ক্ষেত্রে কি হবে? আমাদের সবাইকে সচেতন হওয়া দরকার। আমাদের মানবিকতা, মূল্যবোধ জাগানো দরকার। এ হত্যার প্রতিবাদে আগামীকাল সকাল ১০টায় কলেজের সামনে একটা মানববন্ধন করা হবে।

এছাড়াও, বিভাগীয় প্রধানসহ দোয়া মাহফিলে প্রফেসর ড. মো. রেজাউল করিম, প্রফেসর নুরুন্নেছা খাতুন, প্রফেসর ড. আ ন ম আল-মামুন চৌধুরীসহ শিক্ষকমণ্ডলী এবং বিভাগের অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা ও স্মৃতিচারণ শেষে মাহফিলে মরহুম আব্দুর রাজ্জাকের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জে রাজশাহী কলেজ উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুর রাজ্জাককে (২৬) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিটিয়ে হত্যা করা হয়। নিহত আব্দুর রাজ্জাক ঐ জেলার শিবগঞ্জ বিনোদপুর ইউনিয়নের একবারপুর বিশ্বাসপাড়া বাসিন্দা আব্দুল সালামের ছেলে।

 

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top