রাজশাহী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


চীনের দেড় কোটি টিকায় শিক্ষার্থীদের অগ্রাধিকার: স্বাস্থ্যমন্ত্রী


প্রকাশিত:
৩১ মে ২০২১ ২২:১৩

আপডেট:
২৪ এপ্রিল ২০২৪ ১৮:৪৬

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ,ফাইল ছবি

চীন থেকে করোনাভাইরাসের যে দেড় কোটি টিকা আসছে তা অগ্রাধিকার ভিত্তিতে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল শিক্ষার্থীদের দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার দুপুরে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ৫০ লাখ করে তিন দফায় চীনের দেড় লাখ টিকা দেশে আসবে। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পরেও সীমান্তবর্তী সাত জেলায় লকডাউন না করা প্রসঙ্গে জানতে চাইলে জাহিদ মালেক বলেন, ওই জেলাগুলোতে আম, লিচুসহ মৌসুমি ফল উৎপাদন হয়েছে। এসব ফল ওইসব অঞ্চলের প্রধান অর্থকরী ফসল। চাষিরা যাতে সেগুলো বাজারজাত করতে পারেন, এই মানবিক চিন্তা থেকেই সেখানে লকডাউন দেওয়া হয়নি।

রাশিয়ার টিকা পাওয়ার বিষয়ে তিনি বলেন, রাশিয়া থেকেও আমরা টিকা পাবো। এ বিষয়ে আলাপ-আলোচনা চলছে।

আরপি/ এস



আপনার মূল্যবান মতামত দিন:

Top