রাবির নতুন ছাত্র উপদেষ্টা তারেক নূর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তারেক নূর। এদিন দুপুরেই তিনি তার দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে তার নিয়োগের বিষয়টি জানানো হয়।
আদেশে বলা হয়, রাবির প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানর ছাত্র উপদেষ্টার অতিরিক্ত দায়িত্ব বাতিল করে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তরেক নূরকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নিয়োগ করা হলো।
দায়িত্ব গ্রহণের পর অনুভুতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রদের কল্যাণের জন্য আমাকে এই দায়িত্ব দিয়েছেন। আমি যথাযথভাবে আমার দায়িত্ব পালনের চেষ্টা করবো। এ ক্ষেত্রে সকলের সহযোগীতা চাই।’
প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ অধ্যাপক লায়লা আরজুমান বানুকে ছাত্র উপদেষ্টার পদ থেকে অব্যাহতি দিয়ে অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানকে ছাত্র উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়।
আরপি / আইএইচ-৮
আপনার মূল্যবান মতামত দিন: