রাবি ভর্তি পরীক্ষায় গ্রীন ভয়েসের ভিন্নধর্মী উদ্যোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভর্তিচ্ছু ও অভিভাবকদের সহযোগিতায় নানামুখী কর্মসূচি পালন করেছে গ্রীণ ভয়েস রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।
সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয় শুরু হওয়া ভর্তি পরীক্ষায় গ্রীণ ভয়েস রাবি শাখার সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম (কবির) নেতৃত্বে ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের ফ্রিতে মোবাইল, ব্যাগ, ঘড়ি জমা রাখা এবং ভবন চিনতে সাহায্য করা হয়েছে।
ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের মমতাজউদ্দিন কলা ভবনের সামনে অস্থায়ী হেল্পডেস্ক বসিয়ে সেখান থেকে শিক্ষার্থীদের সহযোগিতা কার্যক্রম পরিচালনা করছেন গ্রীণ ভয়েসের কয়েকজন স্বেচ্ছাসেবী। এছাড়াও বিশ্বিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে পরীক্ষার্থীদের দিক নির্দেশনা দেওয়া কার্যক্রম পরিচালিত হয়েছে।
আরপি/এআর
বিষয়: রাবি রাজশাহী গ্রীন ভয়েস ভর্তি পরীক্ষায়
আপনার মূল্যবান মতামত দিন: