রাজশাহী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১


রাজশাহী কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালন


প্রকাশিত:
২৭ মার্চ ২০২১ ০৪:৪৪

আপডেট:
২৭ মার্চ ২০২১ ০৫:১৭

পুষ্পস্তবক অর্পণ

রাজশাহী কলেজে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে কলেজ প্রশাসন বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। এ দিন সকালে রাজশাহী কলেজ প্রাঙ্গনে অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনার ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে প্রশাসন।

পরে কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মোহা: আব্দুল খালেকের সভাপতিত্বে কলেজের মিলনায়তনে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। এতে মুখ্য আলোচক ছিলেন কলেজের অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর ড.ওয়াসীম মো: মেজবাহুল হক।


এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ,সমাজ বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. নাজনীন সুলতানা, বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. শিখা সরকারসহ প্রত্যেক বিভাগের প্রধান ও কলেজের বিভিন্ন সহ-শিক্ষাকার্যক্রমের সংগঠনের শিক্ষার্থীরা এতে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আনিসুজ্জামান। আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কলেজ প্রশাসন।

আরপি / এমবি-৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top