স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আরসিআরইউ’র শ্রদ্ধা

২৬ মার্চ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস ২০২১ উপলক্ষে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ)। শুক্রবার সকালে আরসিআরইউ’র সভাপতি এম ওবাইদুল্লাহ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল বিদ্যুৎ এর নেতৃত্বে রাজশাহী কলেজ কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন আরসিআরইউ’র উপদেষ্টা ও বাংলা বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক হাদিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, অর্থ সম্পাদক মাহাবুল ইসলাম, দপ্তর সম্পাদক হাসনাত হাকিম, নির্বাহী সদস্য আবু সাঈদ রনি, সহযোগী সদস্য বরুদ্দোজা, ইব্রাহীম হোসাইন, আফসানা মিমি, রেজওয়ান, ইসরাত জাহান বৃষ্টি প্রমূখ উপস্থিত ছিলেন।
পরে আরসিআরইউ কার্যালয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুুষ্ঠিত হয়।
আরপি / এমবি-২
আপনার মূল্যবান মতামত দিন: