রাবি ভর্তি পরীক্ষা: ১ লাখ ৮৪ হাজার শিক্ষার্থীর ৩ লাখ আবেদন
 
                                রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার অনলাইনে প্রথমিক আবেদন বৃহস্পতিবার রাতে শেষ হয়েছে। এবার তিনটি ইউনিটে সর্বমোট আবেদন জমা পড়েছে ৩ লক্ষ চার হাজার। যেখানে ১ লাখ ৮৪ হাজার ভর্তিচ্ছু আবেদন করেছে।
শুক্রবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ০৭ মার্চ থেকে প্রাথমিক আবেদন শুর হয়। এ আবেদন চলে ১৮ মার্চ পর্যন্ত।
অধ্যাপক বাবুল ইসলাম বলেন, চলতি বছর তিনটি ইউনিটে সর্বমোট ৩ লাখ ৪ হাজার ৯৯১টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে এ ইউনিটে আবদেন জমা পড়েছে ১ লক্ষ ১৬ হাজার ২১৮টি, বি ইউনিটে ৬৮ হাজার ৬১৮টি এবং সি ইউনিটে ১ লক্ষ ২০ হাজার ১৫৫টি। মোট আবেদনকারী ভর্তিচ্ছু ১ লাখ ৮৪ হাজার ৩৬ জন।
তিনি আরও বলেন, আগামী ২২ মার্চ রাতে অথবা ২৩ মার্চ সকালে চূড়ান্ত আবেদনের জন্য নির্বাচতিদেও এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও শিক্ষার্থরা তাদের নিজস্ব আইডিতে লগইন করলেও জানতে পারবে সে চুড়ান্ত আবেদন করতে পারবে কি পারবে না।
প্রসঙ্গত, রাবিতে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হয় গত ৭ মার্চ। আবেদন প্রক্রিয়া শেষ হয় গতকাল ১৮ মার্চ রাত ১২ টায়। প্রাথমিক আবেদনে নির্বাচিত ভর্তিচ্ছুরা চূড়ান্ত আবেদনের জন্য মনোনীত হবেন। আগামী ২৩ মার্চ থেকে চূড়ান্ত আবেদন শুরু হবে। চলবে আগামী ২৮ মার্চ পর্যন্ত। ভর্তিচ্ছু শিক্ষার্থীকে ১ হাজার ১০০ টাকা (চার্জসহ) ফি দিয়ে চূড়ান্ত আবেদন করতে হবে।
আরপি/ এসআই-৩

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: