রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


রাবিতে 'উত্তরণ' সাহিত্য পত্রিকার পঞ্চম বর্ষে পদার্পণ


প্রকাশিত:
২৪ ফেব্রুয়ারি ২০২১ ০০:৩৯

আপডেট:
২৪ ফেব্রুয়ারি ২০২১ ০০:৪১

ছবি প্রতিনিধি

‘সত্য-সুন্দর সৃজনের মধ্যদিয়ে সাহিত্যকে লালন করো এবং সামাজিক আন্দোলন গড়ে তোলো’ শ্লোগানে প্রতিষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাহিত্য পত্রিকা উত্তরণ পঞ্চম বর্ষে পদার্পণ করেছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবনের ১২০ নম্বর কক্ষে কেক কাটে অনুষ্ঠানের সূচনা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সাহিত্য পত্রিকার উদ্দেশ্য হলো একটি বৈষম্যহীন সামজ ব্যবস্থাপনার মধ্য দিয়ে একটা সামাজিক পরিবর্তন আনা। যে পরিবর্তনে প্রতিটি মানুষ তার আশেপাশের মানুষদের নিয়ে ভালো থাকবে ও মানবিক মর্জাদা নিয়ে বেঁচে থাকবে এবং মানবিক মুল্যবোধ জাগ্রত করবে।

মহব্বত হোসেন মিলনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজ কর্ম বিভাগের অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, রসায়ন বিভাগের অধ্যাপক লাইলা আরজুমান বানু, ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক।

এছাড়াও, উত্তরণের বন্ধু জিন্নাত আরা শমু ও আজিজুল মানিকের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিশিষ্ট ঔপন্যাসিক মঈন শেখ, উত্তরণের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের শিক্ষক সামিউল ইসলাম, উত্তরণের সভাপতি শোভন শিকদার।

আরপি/ এসআই-১৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top