রাজশাহী শুক্রবার, ২১শে মার্চ ২০২৫, ৮ই চৈত্র ১৪৩১


ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার


প্রকাশিত:
২২ ফেব্রুয়ারি ২০২১ ০০:১১

আপডেট:
২১ মার্চ ২০২৫ ১৪:০০

ছবি প্রতিনিধি

ছাত্রাবাস থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় নগরীর অক্ট্রয় মোড় এলাকার লোটাস ছাত্রাবাস থেকে তার মরদেহ উদ্ধার করে বন্ধুরা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই শিক্ষার্থীর নাম সাক্ষর সাহা। সে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫ সিরিজে পড়তেন এবং গ্রামের বাড়ি ফরিদপুরে।

সাক্ষরের বন্ধু একই ছাত্রাবাসের বাসিন্দা আতিকুর রহমান জানান, প্রতিদিনের মতো রাত ১২ টার দিকে ঘুমিয়ে যায় সে। তবে আজকে সকাল বেলা ঘুম ভাঙেনি। বন্ধুরা এসে ডাকাডাকি করে সাড়া পাওয়া না গেলে ভেন্টিলেটর ভেঙে দরজা খোলা হয়। তারপর অচেতন অবস্থায় পাওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মেডিকেলে নিয়ে যাই আমরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এস এম সিদ্দিকুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ আছে। সুরতহাল পর্যবেক্ষণ করছেন তারা। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। পুলিশ আসার আগেই স্থানীয়রা তাকে রাজশাহী মেডিকেলে নিয়ে যায়। এখন তাকে মর্গে রাখা হয়েছে। ঘটনা পর্যবেক্ষণের পর বিস্তারিত জানা যাবে।

আরপি/ এসআই-৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top