রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


আটকে থাকা পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত রাবি প্রশাসনের


প্রকাশিত:
২০ ফেব্রুয়ারি ২০২১ ২৩:৫৩

আপডেট:
২০ ফেব্রুয়ারি ২০২১ ২৩:৫৪

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সকল বর্ষের ২০১৯ সালে আটকে থাকা পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এ বিষয়ে জানতে চাইলে ফিশারিজ বিভাগের অধ্যাপক মাহাবুবুর রহমান বলেন, গত সভায় শুধু ৪র্থ বর্ষ ও মাস্টার্সের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হলেও এবার সকল বর্ষের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একাডেমিক কাউন্সিল উক্ত পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বিভাগের উপর অর্পণ করেছেন। সংশ্লিষ্ট বিভাগ চাইলে স্বাস্হ্যবিধি মেনে প্রশাসনের অনুমতি সাপেক্ষে পরীক্ষা নিতে পারবে।

তিনি আরও বলেন, ২০২০ সালের আটকে থাকা পরীক্ষার ব্যাপারে পরবর্তী সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। তবে হল খোলার ব্যাপারে কোন আলোচনা হয় নি। শিক্ষার্থীদের নিজ দায়িত্বে অবস্থান করে পরীক্ষা দিতে হবে। তবে শিক্ষার্থীরা যদি মনে করেন হল না খুললে পরীক্ষা দিবেন না, তবে বিভাগের একাডেমিক কমিটির কাছে আবেদন করে পরীক্ষা স্থগিত রাখতে পারবেন।

আরপি/ এসআই-৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top