রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১

ক্ষমা চাইলেন মিনু


প্রকাশিত:
১৮ অক্টোবর ২০১৯ ০৬:৩১

আপডেট:
১৮ অক্টোবর ২০১৯ ০৬:৩১

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তুলনা করে নিজের দেওয়া বক্তব্যের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে ক্ষমা চেয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। বৃহস্পতিবার তার নিজের ফেসবুক পেজে একটি ভিডিওতে তিনি এর জন্য দুঃখ প্রকাশ করেন।

স্বীকারোক্তিমূলক এই ভিডিওর সত্যতা নিশ্চিত করেছেন মিনু। তিনি বলেন, সিনিয়র নেতা হিসেবে আমার মুখ দিয়ে এধরনের বক্তব্য আসা ঠিক হয়নি।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা ও বেগম জিয়াকে কারাগারে আটকে রাখার প্রতিবাদে শনিবার (১২ অক্টোবর) রাজশাহী মহানগর বিএনপি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সেই সমাবেশে মিনু প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে তুলনা করে কটুক্তিমূলক বক্তব্য রাখেন।
এ নিয়ে রাজশাহীতে বুধবার বিক্ষোভ করেছেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরপরই মিনু দুঃখ প্রকাশ করলেন।

 

আরপি/ এএস



আপনার মূল্যবান মতামত দিন:

Top