পুঠিয়ায় আদিবাসী নারীর লাশ উদ্ধার

রাজশাহীর পুঠিয়ায় নিখোঁজের ১৫ ঘন্টা পর মেরিনা (৩৫) নামে আদিবাসী গৃহবধূর লাশ উদ্ধার করছে পুলিশ। নিহতের পরিবারের দাবি র্দুবৃত্তরা ওই নারীকে র্ধষণরে পর হত্যা করে বাড়ির পাশে একটি কলা বাগানে লাশ ফেলে গেছে। পুলিশ ময়না তদন্তের জন্য নিহতের লাশ রামেক হাসপাতালের র্মগে পাঠিয়েছেন।
নিহত মেরিনা উপজেলার আটভাগ আদবিাসী গ্রামের নরেনের স্ত্রী। সোমবার (১৫ ফব্রেুয়ারী) সন্ধ্যায় সে বাড়ি থেকে নিখোঁজ হয় এবং মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ি থেেক ৫০০ গজ দুরে একটি কলাবাগানে তার লাশ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) রেজাউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ দুপুরে উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালের র্মগে পাঠিয়েছেন। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ওই নারীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হতে পারে।
আরপি/ এসআই-১০
বিষয়: রাজশাহী পুঠিয়া রামেক আদিবাসী লাশ উদ্ধার
আপনার মূল্যবান মতামত দিন: