রাজশাহী রবিবার, ২৭শে এপ্রিল ২০২৫, ১৫ই বৈশাখ ১৪৩২

রাজশাহীতে খড় বোঝাই ট্রলি উল্টে প্রাণ গেলো চালকের


প্রকাশিত:
১৩ ফেব্রুয়ারি ২০২১ ১৮:৩৭

আপডেট:
১৩ ফেব্রুয়ারি ২০২১ ১৮:৩৯

সংগৃহীত

রাজশাহীর বাগমারায় খড় বোঝাই ট্রলি উল্টে চালক নিহত হয়েছে। নিহত ওই ট্রলি চালকের নাম মাইকেল (৩৮)। বাড়ি নওগাঁ জেলার পোড়শা উপজেলার দেশীপাড়া গ্রামে। শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার গনিপুর ইউনিয়নের বুজরুক কোলার মোড়ে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, স্থানীয় দেউলিয়া গ্রাম থেকে ট্রলিতে ৪ কাউন খড় বোঝাই করে রাজশাহীর দুর্গাপুর উপজেলার আলিপুরে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে শুক্রবার সন্ধ্যায় রওনা দেন।

সেখান থেকে একজন হেলপার সাথে নিয়ে আসছিল মাইকেল। ঘন কুয়াশার কারনে ভালো মতো রাস্তা দেখা যাচ্ছিলনা। তাই ধিরে ধিরে খড় বোঝাই ট্রলি নিয়ে আসতে হয়েছে তাদের। এদিকে বুজরুক কোলার মোড়ে রাত প্রায়২টার পর এসে পৌঁছায় তাদেও ট্রলি। অধিক পরিমান খড় থাকায় চলাচলে অনেক সমস্যা হচ্ছিল। দুর্ঘটনা কবলিত স্থানে আম গাছের সাথে ধাক্কা খেয়ে ট্রলিটি উল্টে গেলে ট্রলি থাকা হেলপার ছিটকে পড়ে যায়।

পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় দ্রুত মাইকেলকে উদ্ধারের চেষ্টা করে হেলপার মামুন। যখন খড় সরানো শেষ সেই মুহূর্তে আর চালককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। পরে চালকের ব্যবহৃত মোবাইল থেকে তাদের পরিবারের লোকজনকে খরব দেয়া হলে তারাও ছুটে আসেন ঘটনাস্থলে।

খবর পেয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদ, ওসি তদন্ত সহ সঙ্গীয় ফোর্স দুর্ঘটনার স্থানে পৌঁছান। দুর্ঘটনার কারন সহ স্থানীয় লোকজনের নিকট এবং নিহত চালকের পরিবারের সদস্যদের জবানবন্দি শোনেন। মাইকেল নিহতের ঘটনায় পরিবার সহ স্থানীয়দের কোন আপত্তি না থাকায় লাশটি স্বজনদের নিকট ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে বাগমারা থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় লাশটি তাদের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

আরপি / এমবি-৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top