রাজশাহীতে শত্রুতার জেরে পুড়লো পান বরজ, ৩ লাখ টাকার ক্ষতি
রাজশাহীর বাগমারার বাসুপাড়া ইউনিয়নের ইয়াদ আলী নামের এক কৃষকের পানের পুরো বরজ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাগমারা থানায় লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক ইয়াদ আলী।
তিনি অভিযোগ জানান, শত্রুতা করে তার পানের বরজে আগুন দেয়া হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ওই কৃষকের পান বরজে পূর্বশত্রুতার জেরে একই এলাকার শাহজামাল, ফহিম উদ্দিন তাদের সাঙ্গপাঙ্গ নিয়ে পান বরজের চারদিকে দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে বরজের তিন লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
মধ্যরাতে যখন পান বরজ পুড়ছিল সেই সময় গ্রামের লোকজন আগুন দেখতে পেয়ে পান বরজের মালিক ইয়াদ আলীকে খবর দেয়। স্থানীয়দের সহযোগিতায় প্রায় তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন তিনি। আগুন নিয়ন্ত্রণে আনা হলেও রক্ষা পায়নি পানের বরজ।
ক্ষতিগ্রস্ত কৃষক ইয়াদ আলী জানান, আমি অসহায় মানুষ। ওই পানবরজটাই আমার একমাত্র সম্বল। এর আয় দিয়েই পরিবারের চার সন্তানসহ কোনোরকম দিনাতিপাত করি। থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছি। সুবিচার চাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বের নানা ঘটনা নিয়ে ইয়াদ আলী প্রতিপক্ষ শাহজামাল ও ফাহিম উদ্দিনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলেন। সে বিষয়ে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাতে আগের অভিযোগের সমঝোতাও করা হয়। এর মীমাংসা শেষে উভয়পক্ষ বাড়ি ফিরে যান।
ইয়াদ আলির দাবি, শাহজামাল ও ফাহিমের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলাম। মীমাংশা হওয়ার পরও তারা রাতেই বাড়ি ফিরে হয়তো পান বরজে আগুন ধরিয়ে দিয়েছে।
এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, দুর্বৃত্তদের দেয়া আগুনে পান বরজ পুড়ে যাওয়ার ঘটনায় বরজের মালিক ইয়াদ আলী কয়েকজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) সঞ্জিব বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি আরও জানান, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরপি / এমবি -১
আপনার মূল্যবান মতামত দিন: