রাজশাহী শনিবার, ১৫ই ফেব্রুয়ারি ২০২৫, ৪ঠা ফাল্গুন ১৪৩১

মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না নগরীর যেসব এলাকায়


প্রকাশিত:
২ ফেব্রুয়ারি ২০২১ ০৩:৩০

আপডেট:
১৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:২৭

প্রতীকি ছবি

আগামীকাল মঙ্গলবার রাজশাহীর বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। এদিন সকাল সাতটা থেকে বেলা ১১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। লাইন মেরামত কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে উত্তরবঙ্গে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান নেসকো লিমিটেড।

নেসকো’র নির্বাহী প্রকৌশলী মাহমুদুল হাসান জানান, রাজশাহী বিদ্যুৎ বিতরণ বিভাগ-২ এর আওতাধীন সকল এলাকায় মঙ্গলবার সকাল সাতটা থেকে ১১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এসব এলাকার মধ্যে রয়েছে, কাশিয়াডাঙ্গা থেকে রাজাবাড়ী, কাশিয়াডাঙ্গা থেকে দামকুড়া, কোর্টস্টেশন, শ্রীরামপুর, বুলনপুর, হড়গ্রাম, কোর্টস্টেশন থেকে ঝাউতলা এলাকা, বহরমপুর, দাশপুকুর, নতুন বিলসিমলা, বহরমপুর থেকে ডাবতলা এলাকা।

তিনি বলেন, তবে কাজ আগে শেষ হলেই ১১টার আগেও বিদ্যুৎ সরবরাহ করা হবে।

 

আরপি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:

Top