রাজশাহী সোমবার, ২৮শে এপ্রিল ২০২৫, ১৫ই বৈশাখ ১৪৩২

সেই নবজাতক উদ্ধার তৎপরতার জন্য পুরস্কার পেল ৩ পুলিশ


প্রকাশিত:
১ ফেব্রুয়ারি ২০২১ ০২:০৭

আপডেট:
২৮ এপ্রিল ২০২৫ ০১:৫৬

ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে নবজাতক চুরির একদিনের মধ্যে দ্রুত নবজাতক উদ্ধার তৎপরতার জন্য পুরস্কার পেয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) তিন পুলিশ কর্মকর্তা ও কর্মচারী।

শনিবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) তার নিজ কার্যালয়ে এ পুরস্কার প্রদান করেন। পুরস্কার পাওয়া পুলিশ কর্মকর্তারা হলেন- এসি মো. রাকিবুল ইসলাম, এসআই মো. ছয়ফুল ইসলাম এবং কনস্টেবল মো. মাহফিজুর রহমান।

পুলিশের নগর মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, ‘রামেক হাসপাতাল থেকে নবজাতক চুরির একদিনের মধ্যেই উদ্ধারে গুরুত্বপূর্ণ পেশাগত ও সামাজিক দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেয়া হয়েছে। এটি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) একটি সফলতার গল্প।’

তিনি আরও জানান, আরএমপির পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিকের পরিকল্পনায় নগরীকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার প্রত্যয়ে লাগানো সিসি ক্যামেরায় প্রথম ধরা পড়ে শিশু নিয়ে যাওয়ার ছবি, যা অনুসন্ধান ও বিশ্লেষণ করেই ধরা পড়ে অপরাধী। শোকাতুর মা তার কোলে ফিরে পায় পরম আদরের বাচ্চা।

আরপি / এমবি-১১



আপনার মূল্যবান মতামত দিন:

Top