রাজশাহী শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ২রা চৈত্র ১৪৩১

রাজশাহীর কেশরহাট ও মুন্ডুমালা পৌরসভায় চলছে ভোটগ্রহণ


প্রকাশিত:
৩০ জানুয়ারী ২০২১ ১৫:৫২

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১৮:৩০

মোহনপুরের কেশরহাট মহিলা কলেজ ভোটকেন্দ্রে মহিলা ভোটারদের ভিড়

তৃতীয় ধাপে দেশের ৬৪টি পৌরসভায় আজ শনিবার (৩০ জানুয়ারি) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট ও তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। দুইটি পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। কোনরকম আপত্তিকর খবর পাওয়া যায়নি। শীতের সকালে ব্যাপক ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে। শীত ঠেলে কেন্দ্রগুলো অতীতের মতই নারী ভোটারদের উপস্থিতি সবচেয়ে বেশি।

প্রায় সবগুলো কেন্দ্রেই নারী ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ্য করা যাচ্ছে। ছবিতে মোহনপুরের বাকশিমইল মাদ্রাসা ভোটকেন্দ্র।+

রাজশাহীর সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, গতকাল শুক্রবার কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। সবগুলো পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আজ সকালে পৌঁছেছে ব্যালটপেপার। ভোটগ্রহণ নির্বিঘ্ন রাখতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।

পৌরসভায় দুইটিতে ১৯টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে কেশরহাটে ৯টি ও মুন্ডুমালায় ১০টি কেন্দ্র। নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার জন্য নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সার্বিকভাবে একজন করে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট দায়িত্বে রয়েছেন।

মোহনপুরের কেশরহাট পৌরসভায় আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বর্তমান মেয়র শহিদুজ্জামান শহিদ, বিএনপি থেকে ধানের শীর্ষ প্রার্থী প্রভাষক খুশবর রহমান, স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান আকন্দ মেয়র পদে প্রতিদ্বতা করছেন।

নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা নির্বাচন কমিশনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি হাতে নেওয়া হয়েছে। ৯টি কেন্দ্রে মধ্যে চারটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৭৭৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৬৮১ জন এবং নারী ভোটার ৮ হাজার ৯৬ জন।

তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভা নির্বাচনে ৩ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের মনোনীত দলীয় প্রার্থী (নৌকা) আমির হোসেন আমিন, বিএনপির মনোনীত দলীয় প্রার্থী (ধানের শীষ) ফিরোজ কবীর, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান (জগ)।

কেন্দ্রে কেন্দ্রে ব্যাপক ভোটার উপস্থিতি

এবার মুন্ডুমালা পৌর এলাকায় ১০টি ভোট কেন্দ্রের মধ্যে ৮টি ভোট কেন্দ্র ঝুকিপূর্ণ বলে চিহ্নিত করেছেন প্রসাশন। ১০টি কেন্দ্রের পুরুষ-মহিলা মিলে ৫৩টি বুথে ভোটাররা ভোট দিবেন। মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৬৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৭৪৪ জন এবং মহিলা ভোটার ৮ হাজার ৯৫১ জন।

১০টি কেন্দ্রের মধ্যে ৮টি ভোট কেন্দ্র অধিক ঝুকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। কেন্দ্রগুলো হলো, পাঁচন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মুন্ডুমালা সরকারী উচ্চ বিদ্যালয়, চুনিয়াপাড়া হাজী একতার আলী উচ্চ বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয়, মুন্ডুমালা সাদিপুর মহিলা দাখিল মাদ্রাসা, মুন্ডুমালা সাদিপুর মহিলা ডিগ্রী কলেজ, টেটনা সরকারী প্রাথমিক বিদ্যালয়, সাতপুকুরীয়া উচ্চ বিদ্যালয়, ময়েনপুর উচ্চ বিদ্যালয়।

শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ করতে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান রাজশাহী জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, ভোটের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে। প্রতিটি পৌরসভা ২ প্লাটুন বিজিবি, র‌্যাবের ৩টি টিম, আনসার ভিডিপির ১টি ও পুলিশের ৩টি করে স্ট্রাইকিং ফোর্স ও পুলিশের মোবাইল ফোর্স মোতায়েন থাকছে।

 

আরপি/ এএন-০১



আপনার মূল্যবান মতামত দিন:

Top