কেশরহাটে নৌকা প্রার্থীর নির্বাচনী সভায় ককটেল বিস্ফোরণ

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শহিদুজ্জামান শহিদের নির্বাচনী সভায় ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৬ জানুয়ারি) আনুমানিক রাত সাড়ে ৯ টার দিকে পৌরসভার হরিদাগাছি ৮ নম্বর ওয়ার্ডের নির্বাচনী সভায় দুর্বৃত্তরা ৩টি ককটেল বিস্ফোরণ করে।
স্থানীয় সূত্র জানায়, নৌকা প্রতীকের নির্বাচনী সভায় প্রার্থী শহিদুজ্জামান শহিদের বক্তব্যের পর প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.আব্দুস সালাম বক্তব্য শুরু করার ২ মিনিট পর নির্বাচনী সভার মঞ্চের পেছনে পর পর ৩টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
এ বিষয় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো.শহিদুজ্জামান বলেন, আমার নির্বাচনী সভায় ককটেল বিস্ফোরণ করায় আমি এর তীব্র নিন্দা জানাই। জামায়াত বিএনপির প্রার্থীর নিজ এলাকায় এ ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবেন বলে আশা করছি।
মোহনপুর থানা কর্মকর্তা ওসি তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় ঘটনাস্থলে বিস্ফোরিত হওয়ার আলামত পাওয়া গেছে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চালাচ্ছে। আগামী ৩০ জানুয়ারি এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
আরপি/এসআর-০৯
আপনার মূল্যবান মতামত দিন: