রাজশাহী শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত


প্রকাশিত:
১৩ অক্টোবর ২০১৯ ২৩:০২

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ১৯:২০

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি রাখাল নিহত হয়েছে। নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর ঠুটাপাড়া গ্রামের আবদুল কাদিরের ছেলে জোহরুল ইসলাম। ঘটনাটি ঘটেছে আজ রোববার মধ্যরাত ৩টার দিকে মাসুদপুর সীমান্তে।

জানা গেছে, জোহরুল ইসলামসহ কয়েকজন বাংলাদেশি রাখাল গরু আনার জন্য রাত ৩টার দিকে মাসুদপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে। এসময় ভারতের শোভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলিবর্ষণ করলে জোহরুল ইসলাম নিহত হন।

পরে তার সহযোগিরা জোহরুলের লাশ উদ্ধর করে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসলে পরিবারের লোকজন গোপনে তার নানির বাড়ি বালুটুঙ্গি এলাকায় লাশ দাফন করে।

এ ব্যাপারে ৫৩বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মাহবুবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টির খোঁজ-খবর নিয়ে পরে বিস্তারিত জানাবেন বলে জানান।

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top